Madrasah (25) Madrasah (26) Madrasah8 Madrasah10 Madrasah-8 Madrasah-9 Madrasah-1 Madrasah-2 Madrasah-3 Madrasah-4 Madrasah-5 Madrasah-6
সভাপতির বাণী

প্রিয় শিক্ষার্থী , অভিভাবক ও শুভাকাঙ্খী , আসসালামু আলাইকুম। কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদরাসা এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  শিক্ষাই জাতির মেরুদন্ড।  শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না।  তাই জাতিকে উন্নত করতে ইতিবাচক , গুণগত , জ্ঞান নির্ভর , যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষার বিকল্প নেই। কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদরাসা অত্র অঞ্চলের মধ্যে একটি বেতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।  শিক্ষকদের স্ব উদ্যোগে প্রণীত পাঠ পরিকল্পনা , একাডেমিক ক্যালেন্ডার , সমৃদ্ধ লাইব্রেরী , কম্পিউটার তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষা অর্জনের সকল সুযোগ সুবিধা রয়েছে।  কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদরাসা।  এখানে পাঠরত শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ বা সময় ব্যয় করে প্রাইভেট শিক্ষকের দ্বারস্থ হতে হবে না।  আমরা স্পষ্টভাবে  প্রতিশ্রুতি দিতে চাই কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদরাসা শিক্ষার্থীরা মুক্ত ও স্বচ্ছ চিন্তার অধিকারী হবে এবং একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবেলায় সচেষ্ট থাকবে।  এই প্রতিষ্ঠান এমনভাবে শিক্ষার্থী তৈরী করবে যারা শুধু জাতীয় পর্যায়ের নয় , আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য বয়ে আনবে।  যাদের নিয়ে গর্ভে ভরে  উঠবে আমাদের প্রাণ , গর্বিত হবে আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।  পরিশেষে , প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং আন্তরিকতা কামনা করছি।

প্রিন্সিপালের বাণী

সন্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ

আসসালামু আলাইকুম

এ কথা বলার অপেক্ষা রাখে না যে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থায় এখন এসেছে বৈপ্লবিক পরিবর্ত। এ যুগের উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে এনেছে বিপুল বৈচিত্র ও সমৃদ্ধি। বর্তমান যুগে একজন শিক্ষার্থীকে সব দিক থেকে সক্ষম করে তুলতে বিশ্বমানের প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নেই। একবিংশ শতাব্দির সূচনালগ্নে জ্ঞান-বিজ্ঞানের স্রোত ধারায় উন্নত জাতি হিসেবে বিশ্ব আসনে সমাসীন হবার প্রধান অবলম্বন হল সু-শিক্ষিত মানব সম্পদ। যে কোন দেশের এ মহামূল্যবান মানব সম্পদের উন্নয়নে সন্দেহাতীতভাবে অগ্রণী ভূমিকা পালন করে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজ।

এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ, কর্মতৎপর ও বিদ্যানুরাগী গভর্ণিং বডি, অভিজ্ঞ শিক্ষকমন্ডলী এবং আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা। এই মাদ্রাসাটি সম্পূর্ণভাবে যানজট, কোলাহল ও ধূমপানমুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রাজনীতি বিবর্জিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আছে উচ্চ শিক্ষার প্রাথমিক সোপান- উচ্চ মাধ্যমিক তথা আলিম স্তর। সকল স্তরে আছে বিজ্ঞান ও মানবিক শাখা সহ সহশিক্ষা কার্যক্রমের বিশেষ সুবিধা। পছন্দমত যে কোন একটি বিভাগ বেছে নিয়ে আপনার সন্তান গড়ে নিবে তার প্রস্ফুটিত সুন্দর ভবিষ্যৎ। জ্ঞান মানুষের শ্রেষ্ঠ সম্পদ। জ্ঞান চর্চার মাধ্যমেই মানুষের জৈববৃত্তির বিনাশ ঘটে এবং মানবীয় গুণাবলীর প্রকাশ ঘটে। একজন শিক্ষার্থীন মধ্যে মানবতা, নৈতিকতা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জ্ঞানের প্রয়োজন। আর এ জ্ঞান চর্চার জন্য প্রয়োজন সুষ্ঠু শিক্ষার। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান ১৯৮৪ খ্রি: থেকে এতদঞ্চলে শিক্ষার্থীদের মাঝে আলোকবর্তিকা প্রজ্জলিত করে আসছে, যার দীপ্তজ্যোতিতে আলোকিত হচ্ছে দেশ ও সমাজ। এ শিক্ষা প্রতিষ্ঠান জন্ম দিয়েছে অনেক কীর্তিমান সুসন্তান।

আমি আশা করছি তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে পারবে- ইনশাআল্লাহ। কাঁঠালবাড়ী চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা- এর এ যাত্রা পথে তাই সকলের সহযোগিতা, শুভদৃষ্টি ও দোয়া কামনা করছি।

মোঃ আশিকুর রহমান

অধ্যক্ষ

সাম্প্রতিক ভিডিও

Madrasah

Madrasah

Madrasah

Madrasah

সাম্প্রতিক ইভেন্টসমূহ
:

নবীন বরণ অনুষ্ঠান-২০২৩ ইং

Date : 2023-10-08 | Time : 11:00:00

বিশ্ব শিক্ষক দিবস

Date : 2023-10-05 | Time : 15:00:00

;